শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রী সদ্যোজাত




পোস্ট বার দেখা হয়েছে


কৃষ্ণ কালো প্রেম  
শ্রী সদ্যোজাত

ওগো খোলা পথের এলোকেশী কখন ডাকবে গো তুমি..??
পার ছোঁয়া সহজিয়া নদীজল যায় গো বয়ে তোমার কাঁচা হলুদের গা'টি ঘেঁষে,
এপারে শোনা যায় তোমার রাঙা মাটির ওই পথভোলা বাউলিনী লহরি ,
পোড়া মাটির ঐ কৃষ্ণ শরীরখানি মাখতে চায় কিছু নরম রসের মাটি,
তোমার লজ্জাবতী মাখো মাখো হাতে, তোমার'ই আদরে সরমে,লুটোপুটি হয়ে.!!

শেষের পথিকশালায় উদাসী পথিক আছে বসে নিশ্চুপে একাকী,
ওগো খোলা পথের এলোকেশী কখন ডাকবে গো তুমি..??

তোমায় যেদিন প্রথম দেখেছিলুম, লালপেড়ে শাড়িতে বড় নদীর ওপারে'তে,
মনে হয়েছিল, তুমি কত জনমের নিবিড় কত আপন,
সেদিন দেখেছিলুম তোমার ও দুটি কাজলা চোখে অতল কৃষ্ণটানের প্রেম, 
তখনি ভেবেছিলুম তাকে ধরে রাখি কেমন করে..?? চোখের জল জোড়া ঠোঁট ছুঁলো যখন ,তখন দেখি সেই কৃষ্ণ বুকের রমণীটি,
অধরার কৃষ্ণ নামের পৃথিবী'কে অসহায় নীলচে মুখে প্রদক্ষিণ করে'ই চলেছে..!!
তাকে ভালবেসে কখনওই ছোঁয়া যাবেনা,
কঠিনেরও কঠিন ভীষণতর সে জ্বালা,
এক মরণেও ঘুচবে না তা..!!!

শুরু থেকে সবটাই করুণ সুখের মলিন বরণ অভিনয় ,
মিষ্টি রোদে গড়া জীবনগুলি, অনামি নদীর পারে পড়ে থাকা নুড়ি কুড়ো'তে কুড়ো'তে কখন যে পরাজিত জীবনী হয়ে ওঠে. তার খবর রাখে কেউ !
আসল মানুষটা কবেই মাটি চাপা..!!
সেখানেই তো সারি সারি টগর জবা মল্লিকার রংবেরঙের চাষ ,

রোজের ভোর হলে'ই ফুল দেখা ফুল তোলা পুজোর ঘরে যাওয়া ।
আকাশে তখন কাঁচা রোদের সোনালি আবির খেলা .
সময় অসময়ের গানগুলি তখন তেপান্তর পেরিয়ে বাউলের একতারাতে মরমের তৃষ্ণা মেটায় ,
বাউল মনে সুধা'ই, ওরে কৃষ্ণ গড়ন মানুষটি গেল কই ? ?

বড় নদীটার এপারওপার করে'ই গেলুম,
আকাশ নদীর সঙ্গম'টাই দেখা হলো না..!!
মাঝেমাঝে মনে হয় প্রকৃতির কিছু চিত্র,
জীবন্ত মরীচিকার মতন,
কাছে যত'ই যাওয়ার চেষ্টা করি,সে চলে যায় ততখানি দূরে সুদূরে..??

কিছু আশ্রয়হীন সড়ক লক্ষ্যে অলক্ষ্যে, পল্লীবালার গোপন বিলাসী হয়ে'ই থেকে যায় চিরকাল,
নিত্য সুখের ইতিহাস মুখি হয় না,
অন্তরের সাতকাহন সেখানে জীবন জুড়ে জীবনমুখী গান,

কিছু গল্প, গল্প নয়,যেন দুঃসাধ্যের স্বপ্ন জয়ী জীবন্ত খেয়ালি নদীর মতন,যেমন খুশি খোলামেলা স্রোতস্বিনী ;
সেখানের পলিমাটিরা নিঃসংকোচের নাব্যতা বাড়ায় ইচ্ছেমতন,
ওরা নদীর সাথে প্রতিক্ষণ সঙ্গম করে, মনের ভুলেও সংঘাত করে না,

সময় অসময়ের দ্বন্দ্ব গন্ধ মন্ত্র সেই নদীর জলকণা কে সামান্য স্পর্শটুকু করতে পারে না,
পড়ে থাকা অর্ধ মৃত প্রতিশ্রুতিগুলি
ও'নদী ছুঁয়ে'ই হয়ে উঠেছে মৃত্যুঞ্জয়ী,
কোনো প্রতিশ্রুতির সমাধি হতে দেবো না,
ইহ পারের কিছু অলিখিত প্রেম বা যন্ত্রণা নিশ্চিত ওপারে যায়.!!!
নামহীন অন্তহীন সে যাত্রাপথ সত্যেরও অধিক কিছু সত্য,
পরিযায়ী রাতের মতন ওরাও যে মিথ্যে নয়..!!!

জীবনের ছোট্টছোট্ট খণ্ডচিত্র গুলি যোগ করেও,জীবনের সংজ্ঞা মেলে না যে..!!
নয় নয় করে কত গুলো দশক পেরিয়ে গেলো,
সমঝোতার ভারে ভারে ভারাক্রান্ত শরীর,
চার আনার ঝুলি'টাই যা ভরলো না..!!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ