শারদ সংখ্যা ২০২০ || কবিতা || পরিতোষ জানা




পোস্ট বার দেখা হয়েছে


মা এসেছেন স্বপ্নে আমার
পরিতোষ জানা

রাত নামে দিনের শেষে
আঁধার ঘন হয়,
স্বপ্ন গুলো ডানা মেলে
শূন্য বিছানায়।
ঘুম ভাঙ্গা ভোর
ডানা কম জোর,
ওড়ার বাসনা নেই
দূর অজানায়।

পূ্বে উঁকি মারে দিন
আকাশ রঙ্গীন,
স্বপ্ন ভাঙা মন
বুকেতে বেদন বীণ।
আলপথ বেয়ে
কে যায় ধেয়ে !
দেখি চরণ দুটি তাঁর
আলতা রঙ্গীন ।

খেলছে বাতাস ধানের 
ক্ষেতে ঢেউ তুলে,
নদীর ধারে সাদা
কাশের মাথা দোলে,
শিশির পড়ে
শিউলি ঝরে
ঢাকের বাদ্যি আগমনী
সুর তোলে।

তবে, ব্যর্থ তো নয়
 স্বপ্ন আমার ,
ঐ মা এসেছেন 
দুয়ারে আবার,
ঐ রক্ত বরণ,
তাঁর কমল চরণ,
সোনার বরণ হাসি
মুখ খানি তাঁর।

সেই এলে মাগো
 মর্ত্যে আবার,
তবে কেন শুনি
এত হাহাকার ?
জীবনেরে নাশি
মরণের হাসি,
কে সাজাবে এবার
পূজা প্রাঙ্গণ তোমার?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ