শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মনিকান্ত সার




পোস্ট বার দেখা হয়েছে


অথচ ভালোবাসারা
মনিকান্ত  সার 

একপাশে আমার বাড়িয়ে দেওয়া নিরপরাধ হাত, 
অন্য পাশে ফিরতি ব্যান্ডেল লোকাল ছেড়ে দেওয়ার হুইসেল... 

যে কোনো একটাকে বেছে নিতে হতো সেদিন। 

তুই অবশ্য বেছে নিয়েছিলি ফিরতি ব্যান্ডেল লোকালের নিরাপদ আশ্রয়...

মেঘলা আকাশ। একটা উড়ো ঝড় এসে 
ভুলিয়ে দিতে চাইলো ক্ষণিক আগে কাটানো আইনক্স বা ডমিনোজের মুহূর্তগুলো। 
কয়েক পশলা বৃষ্টি গড়িয়ে পড়লো আমার হাতের ফাঁকে - চোখের পাশেই।

অথচ, এবার আমার ফেরার পালা... 

সুচিস্মিতা...!  বড্ড বিষন্ন সেদিনের সে প্রহর। 
স্টেশনের শেষ বেঞ্চে যেন আমি একা আর আমার মৃতপ্রায় অনুভূতিরা... 

তারপর যেটুকু মনে আছে--
তাতে পুরো ফিরতি পথ জুড়ে শুধু খুঁজে গেছি পরাশ্রয়ী ভালোবাসার সংজ্ঞা  ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ