শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ঋজুরেখ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


বর্ষপূর্তি 
ঋজুরেখ চক্রবর্তী

বছর ঘুরে তারিখ আসে ফিরে
ঘটনা জুড়ে ঘনঘটার ভিড়ে।
এও যেন বা উৎসবেরই ক্ষণ—
পুনরাগমনায় রোমন্থন।

দিনের পরে দিন কেটেছে, রাতও।
স্বীকারোক্তি সহজ ছিল না তো!

সেদিনও বুঝি এমনই নিঃসাড়ে
প্রহর যেত যাপিত হাহাকারে।

অকস্মাৎ আগল গেল খসে,
কথার টানে আশীর্বাদী দোষে।

পাপে-পুণ্যে দ্বন্দ্ব-প্রগলভতা—
জন্ম নিল ভীরু আস্তিকতা।

কিন্তু যদি না হত জানাজানি,
তাতেও ক্ষতি ছিল না, শুধু মানি—
ভালোবাসায় এটাই বাস্তব,
ভালোবাসতে পারাটুকুই সব।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

  1. কবি ঋজুরেখ চক্রবর্তী তাঁর ভাষ্যে,শৈলীতে প্রতিবার আমায় অবাক করেন🙏

    উত্তরমুছুন
  2. কবি ঋজুরেখ চক্রবর্তী তাঁর ভাষ্যে,শৈলীতে প্রতিবার আমায় অবাক করেন🙏

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

  4. সমৃৃৃৃৃৃদ্ধ হলাম
    বলিষ্ঠ কলম

    শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন
  5. অপূর্ব ছান্দিক উপস্থাপনা কবি । খুব ভালো লাগল।

    উত্তরমুছুন