শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী




পোস্ট বার দেখা হয়েছে


অস্তমিত ক্ষণ
মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী

আকাশ জুড়ে গভীর ছায়া যত
বাড়িয়ে তোলে বুকের নীল ক্ষত
প্রেমের ভাঁজে বিষণ্ণতা বুঝি
কোথাও তবু ভেজা গন্ধ খুঁজি

বেদনা মাঝে মেঘ জমানো কথা
প্রভাত যেন অন্ধকার গাথা
পথের ধারে তাইতো আছে পড়ে
ভাঙা আলোয় জীবন গেছে নড়ে

সুরে ও স্বরে শোকাহত এ মনে 
সোনালি আলো অস্তমিত ক্ষণে
পুড়ছে দেহ উড়ছে শুধু ছাই
ব্যথার শ্লোকে জমছে কথা তাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ