শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দীপ্তাংশু রায় মুখার্জী




পোস্ট বার দেখা হয়েছে


কষ্ট
দীপ্তাংশু রায় মুখার্জী 

তুমি আর আমায় কবিতা লিখতে বোলোনা ;
এখন কবিতা লিখলে, আমার কষ্ট হয়... 

কষ্ট? সে আবার কেমন? 
বুক ফেটে তো রক্ত পড়ে না কোনোদিন 
কোনোদিন দীর্ঘ ঘা হয়ে যায়নি শরীরে 
তাহলে কষ্ট হয়? সে আবার কেমন? তুমি তা জানবেনা। 

আমাদের যোনিগুলোও ছোটো হয়ে আসছে দিনকেদিন 
সেখান থেকে মধ্যরাত্রে হলুদ ল্যাম্পের নীচে কবিতার বান্ডিল টানা, 
টেনে নিয়ে আসা ; বোঝো তার মানে। 
একের পর এক সদ্যোজাত বিরহের প্রসব দেখেছো কোনোদিন... 
আসলে কোনোদিন মায়ের পুরনো ঘরবাড়িতে যাওনি, 
সে দেওয়ালে এখনো কত পুরনো আঁচড়। কত প্রসবযন্ত্রণা। 

তাই!!– তুমি আমায় আর ফুল আনতে বোলোনা, 
কাঠের দেরাজে জমে ওরা নষ্ট হয়, 
নিয়ে যাও, ওগুলো নিয়ে যাও তাড়াতাড়ি 
ওদের দেখলে এখন কষ্ট হয়। দারুণ কষ্ট হয়...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ