শারদ সংখ্যা ২০২০ || কবিতা || কমল দে সিকদার




পোস্ট বার দেখা হয়েছে


অবহেলা
কমল দে সিকদার 

ঠিক অবহেলা নয় যেন নিখুঁত অন্যমনস্কতায়
তুমি নৈঋত কোণের দিকে তাকিয়ে রইলে
জাহাজের মাস্তুলে বসে থাকা পাখিটাকে দেখছ
দেখছ বর্ষার মেঘ কীভাবে নেমে আসে ব্রিজের ওপর
শুধু বোঝনি আমাদের লঞ্চটিও কেঁপে উঠেছে খুব 
কবিতা পাঠের আসরে এক প্রবীণ কবি তখন 
ভালোবাসার কবিতা বলছিলো----

ঠিক অবহেলা নয় যেন নিখুঁত অন্যমনস্কতায়
কবির নিবেদনগুলি দু'পায়ে মাড়িয়ে ----
যুবকের হাত ধরে হেঁটে যাচ্ছো সাবলীল
কবি শুধু পারঘাটায় দাঁড়িয়ে থাকেন একা
আর লঞ্চগুলি দীর্ঘশ্বাসের মতো ভোঁ বাজিয়ে 
চলে যাচ্ছে, চলে যায় দিগন্তের দিকে----

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ