শারদ সংখ্যা ২০২০ || মুক্ত গদ্য | |শ্রাবণী গুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে


আহ্বান
শ্রাবণী গুপ্ত

কতটা ফিরতে পারব জানি না। শাঁসের উপর থেকে আংশিক দেখা যাচ্ছে আমাদের বীজ। নিপুণ কারুকার্যে লুকোনো আছে মানুষের শতবর্ষ আয়ু। রোষানল পেরিয়ে ভালবাসা তুলে আনতে বড় তেজ লাগে। কতটা আনতে পারব জানি না। আমি হিমাদ্রির বরফগলা জলে শালগ্রাম শিলার সন্ধানরত। এসো অনাদি অতীত, আমার বাহুলগ্ন হও। প্রবল শিৎকারে আমি নতুন করে জন্ম দিতে চাই, ভ্রুণ।  আমার আর্য শরীর থেকে জন্ম নিক আধা আর্য দেহ। আর বেড়ে উঠতে উঠতে সেই শরীর থেকে বেরিয়ে আসুক পৌরাণিক ঘ্রাণ। ইহজন্ম সার্থক হোক অতীত খোঁজার আনন্দে। কতটা ফিরতে পারব জানি না, তবু আশ্বাসে থাক প্রচেষ্টার ঈষদুষ্ণ আহ্বান।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ