শারদ সংখ্যা ২০২০ || কবিতা || স্বপ্না চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে


পেন্ডুলম
স্বপ্না চ্যাটার্জী

পেন্ডুলমের এপাশ ওপাশ সময় শব্দ গুলো কবিতা 
স্নানে মন খারাপের আড়ালেই থাকে
উঠোন জুড়ে গাছের ছায়া এখন আর রোদ্দুর মাটি ছোঁয় না বুলবুলের জোড়া  দুটো কবেই নতুন 
ডেরায় চলে গেছে।

উৎসব শোক আনন্দ সব ঠিকানাবিহীন কখন 
কোথায় যাবে ওরা নিজেই জানেনা। চোখ দরজায় ডাক পিওনের অপেক্ষায় অধির কান, সংবাদ
সুখ দুঃখের দরজা চিনে নেয়।

পোষা ময়নার খাঁচার দরজা খোলা যদি ফিরে আসে, এখনো শীতঘুম কাটেনি এলোমেলো জীবনের নোঙর তোলা নৌকায় ভাগ্যরেখা কি
ঘুমিয়ে আছে, সোনা দিয়ে মাটি বেচাকেনা 
দলিলে লাল সাক্ষ্য।

কলম নিয়ে রোজ বসি যদি কোন শব্দের নতুন 
ভীত গড়ে নবজন্মের ঘর বাঁধতে পারি।
এতো মায়া কেন বাস্তবের হাতেখড়ি প্রতিমুহূর্তে,
দম্ভের নেশায় লড়াই চলছে, অন্তরযুদ্ধ মনের সঙ্গে 
মানুষের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে, চূড়ান্ত সব অভিমানে জড়ানো মুখের আদল বদলে দেয়।

তোমাকে বলবো বলে ঘরির কাঁটায় চোখ রেখে
জেগে ছিলাম। ঘুমিয়ে পড়িনি পেন্ডুলমের টং টং
শব্দটা হঠাৎ করে নিঃশব্দে দাঁড়িয়ে গেছে।
সময়  কিন্তু দাঁড়াইনি চলছে,  আমিও চলছি 
গন্তব্য হীন কোন এক পথ ধরে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ


  1. সময় এগিয়ে চলে নদীর স্রোতের ধায়
    সময় আমাদের জীবনের সব প্রশ্নের উত্তর দেয়
    অসাধারণ লেখা
    শুধুই মুগ্ধতা

    উত্তরমুছুন