শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মৌসোনা দাস




পোস্ট বার দেখা হয়েছে


কোনো এক বাদলা দিনে
মৌসোনা দাস

বৃষ্টির জলও আজ কেমন নোনা হয়ে নামে,
চোখের জলে মিলেমিশে একাকার।
ভেজা কাক অনর্গল ডেকে যায় দিনভর,
ভেঙে গেছে বাসা,তবু বুকে আশা
আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।
না শুকনো কাপড়ের ভেপসা গন্ধে,
আর লোডশেডিং এ সময় যাপন।
মড়চে পড়া হ্যারিকেন মেরামতিতে ব্যাস্ত গৃহিণী,
টালি থেকে চুয়ে পড়া জল ,
টিনের বাটিতে সুর তোলে।
কাদাময় রাস্তায় সাইকেল গাড়ির টায়ারের ছাপ,
কি এক বিস্ময় এঁকে যায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ