শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সুপ্রিয়া চক্রবর্ত্তী




পোস্ট বার দেখা হয়েছে


নীলাদ্রি তোমাকে
সুপ্রিয়া চক্রবর্ত্তী

নীলাদ্রি তোমাকে খুব দেখতে ইচ্ছে করে
কেমন আছো তুমি নীলাদ্রি?
তুমি কি সেই আগের মতই আছো?
খুব জানতে ইচ্ছে করে....
 
আজ বহুদিন হয়ে গেল দুজনের দেখা নেই
কিন্তু পুরনো স্মৃতিগুলো,
মনে হয় এখনও তাজা,চিকন সবুজ!

তোমার মনে আছে নীলাদ্রি,তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়, তুমি সেদিন একটা আকাশ নীল রঙের শার্ট পরে এসেছিলে, 
কারণ আমার নীল রং ভীষণ প্রিয় ছিল,

আর আমিও পরেছিলাম একটা নীল শাড়ি, তোমার আমার পছন্দের রংটা যে একই!
তাই দুজনের বলাই ছিল একই রঙের পোশাক পরে আসবো দুজনে,
আসলে সেটাই ছিল আমাদের প্রথম দেখা!
দুজনে দুজনকে চিনে নেবার একটা চিহ্ন।

তারপর কি নার্ভাস হয়েছিলাম আমরা দুজনেই, লজ্জায় লাল, কেউ কাউকে কিছু বলতেই পারছিলাম না!

আমি তো বরাবরই চুপচাপ, একটু কমই কথা বলি, তুমিও অনেকটা আমারই মত নীলাদ্রি! বেশ ভালই লেগেছিল আমার,
দুজনে অনেকটা একই রকম!!

তারপর আস্তে আস্তে করে কখন যে তুমি আমার গভীর ভালোবাসায় পরিণত হলে
আমি তা জানতেই পারিনি যেনো!

খুব ভালো কবিতা লিখতে তুমি.. আমাকে নিয়ে একটা দীর্ঘ কবিতা লিখবে বলেছিলে,
আচ্ছা লিখেছিলে কি কবিতা টা?
নাকি সেটা আর লেখা হয়ে ওঠেনি বোধ হয়? তার পর তো তোমার জীবনে নীলা এসে গিয়েছিল?

আরো কত কথা এখনও মনে পড়ে আমার আজ জীবনের বেলাশেষের মধ্য গগনে এসে। তোমার কি এখনও এসব মনে পড়ে নীলাদ্রি?
আমার চুলে পাক ধরেছে, চোখে হাই পাওয়ারের চশমা, তোমারও নিশ্চই তাই হবে?
জীবনের শেষ সীমানায় এসে দুজনেই তো আমরা সুখী নীলাদ্রি! তবুও এসব কথা কেনো মনে পড়ে? তোমারও কি মনে পড়ে নীল এসব কথা?

আমি এখনও রোজ তোমাকে স্বপ্নে দেখি জানো নীল,,
আমার স্বপ্নেই তুমি আসো আবার স্বপ্নেই তুমি হারিয়ে যাও।
তোমার জীবনে নীলা এসে গেলো, আমারও আর তোমাকে পাওয়া হলো না,
আমি এখনও একাই রয়ে গেলাম তোমার স্মৃতির নক্সী কাঁথা বুনে।

তবুও ভালো লাগে, এখনও ভাবী কখনও তুমি আসবে সত্যি, নিশ্চই আসবে!
আচ্ছা! আচ্ছা বলতো সত্যি আসবে না তুমি একদিন??আমাকে যে কথা দিয়েছিলে
তুমি আসবেই!!

কবে আসবে নীলাদ্রি সে তোমার আসার দিনটা? কবে তোমাকে আবার দুচোখ ভরে দেখতে পাবো? কবে? কবে হবে আমার প্রহর গোনার শেষ? বলোতো নীলাদ্রি?

তোমার কাছে আর কিচ্ছু চাইনা আমি, শুধু তুমি কথা রাখো নীলাদ্রি। আমার জন্য শুধু একটি বারের জন্য এসো,শুধু শেষ বারের মত একটি বার এসো নীল।আমি তোমার অপেক্ষায় থাকবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ