শারদ সংখ্যা ২০২০ || কবিতা || তন্ময় রাণা




পোস্ট বার দেখা হয়েছে


কষ্ট 
তন্ময় রাণা 

কষ্ট গুলো বেশ সহজাত হয়ে গেছে 
এখন 
কষ্ট,কষ্ট করে রে রে করে ওঠেনা 
মন l
মনের ভেতর একটা আকাশ রাখা 
ছিল!
তোমার জন্য,ছিল কিছু সাদা মেঘের ভেলা,
যাতে চড়ে হতে পারতো,তোমার
মনের- 
সে আকাশে অবাধ্ বিচরণ l
কষ্ট গুলো, 
এখন ওখানেই রাখি সারি বেঁধে l 
ওদের- 
সাথে আমার এখন সখ্যতা বেশ l
গরম বাড়লে, 
দু চোখে রাখা আস্ত দুটো লবন জলের 
ধারায়, 
ভিজিয়ে নিই ওদের,একটু স্বস্তি মেখে 
আবার সেখানে,
জমতে থাকে আস্তরণের পর আস্তরণ l 
একদিন হয়তো,
সে আস্তরণ মিশবে মাটির খুব গভীরে
ক্রমশ আরও, 
গভীরে গিয়ে যোগ হবে পাললিক শিলার 
আস্তরণে l 
পৌঁছে যাবে আরও অনেক অনেক 
গভীরে l 
হয়তো প্রত্নতান্তিক দল ইতিহাসের খোঁজে 
খুঁড়তে- 
আসবে কোনো একদিন,পরীক্ষায় বেরিয়ে  আসবে, 
আমার দীর্ঘদিনের জমে থাকা কষ্ট গুলোর ইতিহাস!
লেখা হবে হয়তো,ব্যর্থ প্রেমের এক নতুন  উপকথা l 

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ