শারদ সংখ্যা ২০২০ || কবিতা || প্রীতম রায়




পোস্ট বার দেখা হয়েছে


তোমাকে চাই 
প্রীতম রায়

অতীতের মোড়ক ছেড়ে ফিরতে চেয়েছি আলোয়
ফিরতে চেয়েছি কোন এক
 স্পর্শ পাওয়ার আশায়

খোঁজ করেছি আলোকবর্ষ পেরিয়ে
খুঁজে ফিরেছি নিরাপদ আশ্রয়

বর্ণমালা বলে অনুভূতি পরিবর্তন আনতে পারে
গুমোট বিকেলে কালবৈশাখীর স্রোত হতে পারে

প্রকৃতির কোলে সন্ধ্যা নামার সময়
জীবন বিপ্লবের অপূর্ণতা পূরণ

হয়তো বা অন্য এক বসন্তের হাতে 
 আত্মসমর্পণ 

জীবাশ্মের ছাড়পত্রে শুধু
সভ্যতা আসে আর যায়

বর্ণমালার প্রতি হরফে 
থেকে যাবে শুধু তোমাকে চাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ