শারদ সংখ্যা ২০২০ || কবিতা || তরুণকুমার দাস




পোস্ট বার দেখা হয়েছে


করোনা উৎসব 
তরুণকুমার দাস 

এই প্রথম বার এক সঙ্গে 
সারা বিশ্বে পালিত হচ্ছে, 
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে!

মিল কলকারখানা সব বন্ধ
বিদ্যালয় কার্যালয়ও ছুটি 
দোকানি দোকান খোলে না!

জলস্থল কিংবা আকাশপথে
দর্শন মেলে না যানবাহন 
রাস্তাঘাট জনমানব শূন্য! 

প্রতিটি পরিবার মেতে উঠেছে 
তাস দাবা লুডু ইন্ডোর গেমে!
কাজকর্ম নেই অফুরন্ত সময়! 

নিত্য নতুন রান্না খাওয়া 
নাচ গান ছবি আঁকা আর-
পৃথিবীর আয়ুবৃদ্ধির প্ররোচনা!

মন্দির মসজিদ গির্জার মত
উপাসনালয়ে উপাসনা করা 
আজ ভুলতে বসেছে সবাই! 

বহুবছরের পুঞ্জীভূত ক্লান্তি 
চিরদিনের জন্য ঘুচে গেছে, 
দিন মজুর শ্রমজীবি মানুষের! 

অর্ধাহার অনাহার ঘাসের রুটি 
আর যৎকিঞ্চিৎ  অনুদানে
বহাল তবিয়তে কাটছে দিন!

পরিবারে শোকের ছায়া ঘোচাতে 
রোগীর রোগের নাম বদলঅন্তে
লাশেরা হতে চায় বেওয়ারিশ! 

উৎসব নির্বিঘ্নে পালনের জন্য 
প্রশাসনের সদা সজাগ দৃষ্টি 
শহর-গ্রাম রাস্তার অলিগলিতে!

স্বগর্ভে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
আন্তর্জাতিক উৎসবের মর্যাদা
ছিনিয়ে নিয়েছে নোবেল করোনা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ