শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সুমনা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে


ভার্চুয়ালিটি
 সুমনা ভট্টাচার্য্য

মেয়েটার চোখে ব্যস্ততার রুমাল

ছেলেটারও ডুবসাঁতার

শার্সির ফাঁক দিয়ে নাগরিক রোদ ,সবুজ চায়ের বুদবুদে বিন্যস্ত  স্বস্তি -

ইথার তরঙ্গে জুড়ে যায় মেসেঞ্জার- শব্দ, অক্ষর,সং‌লাপ

তর্জনী আঁকে খতিয়ান -নোঙরের গল্প-পরিবার ,পেশা পলিমাটি ;

বৈদ্যুতিন পর্দায় কাটাকুটি বারোমাস্যার সুতো

সাতসমুদ্র তেরোনদী পেরিয়ে লাটাই ধরে রাখে টান -

স্মৃতির চিবুক ছুঁয়ে কুয়াশায় বুনে চলা মফস্বলী পথ -

ঘামধুলো ,স্কুলড্রেস,ঘুরে চলে দিন মাস বছরের সরাইছুট ...

লালসাইকেল ক্যারিয়ারে বৃষ্টির খুলে রাখা ধারাস্নান -

মলাটের ভাঁজে ক্লান্ত হয় কারো চিরকুট ;

খেজুরের গাছ থেকে টুপটাপ শীত,মাঠঘাটে থৈ থৈ ফ্ল্যাশব্যাক রোদ ...

নিমেষ পেরোলেই  যেন পেরিয়ে আসা  পূর্বজন্ম -স্মৃতির বোহেমিয় রোগ-

তীরের তরঙ্গদৈর্ঘ্য  হাতড়ায় ঘরছুট চোখের র‌্যাডার ;

কাচের শার্সি বেয়ে অপ্রাকৃত শীত, নিয়ন রাতের  প্রান্ত বেয়ে উড়ন্ত ফিনিক্সের ঝাঁক -

সাতসমুদ্র পেরিয়ে নেমে আসে সাঁকো,ভার্চুয়াল সরণি বেয়ে যূথচারী পিঁপড়ে ...

সময়ের দিব্যি ওরা প্রেম প্রেম খেলে নি

ওদের মধ্যে জুড়ে থাকে আর এক ধুলো সাঁকো ...লাল সাইকেল... পিছুটান...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ