শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দেবিকা দে




পোস্ট বার দেখা হয়েছে

স্বপন
দেবিকা দে 

যেমন ভাবা তেমন কাজ, 
খুব ভালো করে পুজো দিলাম ।
প্রত্যেক বারের মতোই ভগবান কে কিছু দেবার বদলে অনেক কিছু চাইলাম ।মন্দির থেকে পুজো দিয়ে নামছি, এবার বেড়াতে যাব, সেই রকমই কিছু একটা ভাবছি ।হঠাত্ কে শাড়ির আঁচল ধরে টানল, তাকিয়ে দেখি একটি ছোট্ট ছেলে, আমাকে কি ওর মা ভাবল?কে তুমি সোনা?হারিয়ে গেছ বুঝি?চলো দুজনে মিলে তোমার মাকে খুঁজি ।'আমাকে একটু ভাত দেবে'?শুধু এটুকুই বলল।
ভালো করে মুখ পানে দেখলাম ।ওযে অনাথ শিশু তা আমি বুঝলাম ।
আশে পাশের থেকে জানলাম কেও।দুই মাসেরসুবোধকে ফেলে দিয়ে গেছে কেউ ।ওর নামটা সুবোধ রাখলো কে?

ছোট্ট শিশু ছিল খুবই অবোধ, তাই আদর করে ডাকি মোরা সুবোধ ।'ভাত দেব তোকে আমার সাথে যাবি?'বই খাতা জামা 
প্যানট সবই তুই পাবি'৷ এক হাতে পুজোর ডালি, আর হাতে সুবোধ শিশু, এগিয়ে চললাম আমি, আর যে চাওয়ার নেই তো কিছু ।হঠাত্ হাতটি ছেরে ছুটে গেল সে, ভিক্ষা পাত্র ফেলে এসেছে পথের ওপাশে ।বিকট শব্দে চকিতে ফিরে দেখি, বিশাল গাড়ির তলায় সুবোধ -এ-কি?
এক হাতে ভিক্ষা পাত্র, আর হাত তুলে,'মাসি আমি যাব'-বলে শেষ নি:শ্বাস ফেলে ।
ঠাকুর ,তোমার পুজোর তরে মোরা সবাই থাকি মগন।মিথ্যে পুজো, মিথ্যে সব,মিথ্যে আশা সপন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ