শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রোকসানা সুখী




পোস্ট বার দেখা হয়েছে

যখন বয়স ষোলোয় থেমে
রোকসানা সুখী

যখন আমার তোমায় ভেবে 
সময়খানি আর কাটে না
বয়স যেনো ষোলোয় থেমে 
সামনে পিছে আর হাঁটে না।

সূর্যাস্তের রংধনুটা
রং হারিয়ে বকুল সাজে
প্রভাত হতেই রংতুলিতে 
রক্তজবা ব্যথা লাজে।
যখন আমার বয়স ষোলো
কাব্য কথায় মন হাসে না
ঝিঙেফুলের ফিঙে ছানায়
মন বসে না মন বসে না।

যখন আমার উপচে পড়া
খেই হারানো দুষ্ট নদী
একুশ নায়ে পাল উড়িয়ে 
মুষ্ঠি হালে ফিরতে যদি?
এখন আমি ষোলোয় মেতে
পুতুল বিয়ে ভাল্লাগে না
দুষ্ট নূপুর মধ্য পুকুর
সাঁতরানোতে মন ভরে না।

ডাহুক ডালে নিশির নাবিক 
নৃত্য তুলে নাচছে সুরে
লাখো জোনাক সোনার থালে 
চাঁদনি আলোয় বসছে মুড়ে।
আমার যখন বয়স খানা 
আর বাড়ে না আর বাড়ে না
বাবুই পাখির ঠাঁসা বাসায়
মন বসে না ঘুম আসে না।

নদীর বাঁকে মাছের ঝাঁকে 
কাশের ভিড়ে ছুটছি ধীরে
পাখির ডানায় নীল সীমানায় 
উড়ছি আমি ফিরছি নীড়ে।
আলতো শ্বাসে ছুঁয়েই দেবো
দূর গগনের নীল জোছনা!
এখন আমি আটকে ষোলোয় 
বয়স খানা আর বাড়ে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ