শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শিপ্রা রায়




পোস্ট বার দেখা হয়েছে


মেয়ে বেলা
শিপ্রা রায়

ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের জিঞ্জাসু দৃষ্টি?
কি জানি কি হয়েছে! ছেলে না মেয়ে--
প্রকৃতির কি অভাবনীয় সৃষ্টি।।

পরিবারের অনেকরই কামনা থাকে একটি পুত্রের,
মায়ের মন আতঙ্কে থাকে--
তিনি যেন সেনাপতি এই যুদ্ধ ক্ষেত্রের।।

অনেক বাবা ই নীরব থাকেন , বুঝতে থাকেন হাওয়া,‌
প্রতিবাদের ভাষা খোঁজেন কেউ--
প্রতিরোধে খুশির হাওয়া।।

মা খুশি হয় মেয়েকে দেখে মনের কোণে ভয়!
বাবা দুই হাতে আঁকড়ে ধরে-- 
হাসি মুখে মেয়ে করে নেয় মন জয়।।

ছোট্ট ছোট্ট পায়ে যখন মেয়ে ঘোরে সারা বাড়ি,
মা যখন কর্মব্যস্ত
বাবার সঙ্গে তখন চলে ভাব ও আড়ি।।

দিন- মাস ও বছর বয়ে যায় জলের মতোন,
বর্ণপরিচয়ের বর্ণের ছটায়;
সহজপঠের সহজ ধারায়--
" পথের পাঁচালীর"দুর্গা যেমন বড়ো হতে থাকে।
শরৎ বাবুর " সাধারণ মেয়ে" তেমন আগাতে থাকে।।


"দেনা পাওনার " নিরুপমার পুনরাবৃত্তি নয়;
পণপ্রথার বিরোধিতায় মেয়ের হল জয়।

কখন যেন ঠিকানা বদলের সময় হয় আগমন,
বাবার বুকটা ভেঙে যায়---!
চমকে উঠে ভাবে! কখন উপস্থিত হল এই ঠিকানায় অন্তিমক্ষণ---

বাবার কাঁধে ভরসার হাত রেখে মেয়ে বলে,
ঠিকানা বদলে ভয় পেয়না  ।।
যখন ইচ্ছা তোমরা যাবে, আমি ও আসব চলে।।

শিকড় ছেড়ে নতুন বাসায় যায় সব কন্যা,
নিজ দোষ -গুণে  সবার চোখে
কেউ হয় সাধারণী কেউ বা অনন্যা।।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ