শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অমল ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে


করুণ খাদান
অমল ভট্টাচার্য্য 

জানি আমার হৃদয় পাষাণ, 
দগ্ধ প্রেমের করুণ খাদান। 
আকাশ বাতাস সবাই কাঁদে,
প্রেম যে আজ মোহের ফাঁদে। 

বৃষ্টি যখন আসে  ঝেঁপে, 
মনটা তখন ওঠে কেঁপে।
ঠোঁট দুটো চায় তপ্ত হতে,
স্বপ্নে বিভোর যাই যে শুতে। 

গাছে গাছে পলাশ ফোটে,
যদি ষোড়শী একটা জোটে।
প্রেম রাখতাম তার হৃদয়ে, 
মিঠে বাতাস যেতো বয়ে।

সাদা মেঘ বেড়ায় উড়ে, 
শরতের গন্ধ শরীর জুড়ে। 
আসত যদি প্রেম বেণী দুলিয়ে,
খুশি করতাম  অঞ্জলি ভরে জ্যোৎম্না দিয়ে। 

আয় প্রেম আয় আমার কাছে, 
জীবন যেন বয়ে না যায় পাছে।
মণিমানিক্য সব রাখবো তোর চরণে, 
ধরা দে প্রেম আমার দুই নয়নে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ