শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ফাতেমা খাতুন মুক্তা




পোস্ট বার দেখা হয়েছে


সময়ের আহ্বানে
ফাতেমা খাতুন মুক্তা

পৃথিবী যেন সুন্দর একটি সাজানো প্রেক্ষাগৃহ,
তিন ঘণ্টাব্যাপী চলতে থাকে আমারই
জীবন কাহিনী,
মাত্র তিন ঘণ্টা!
যেন চোখের পলকেই
পুরো ঘটনার পরিসমাপ্তি।
এতো অল্প সময়েই
বেঁচে থাকা জীবনের
আনন্দ
বেদনা
হাসি
কান্না
আর উত্থান পতনের পর্যায়গুলো পেরোতে হয়,
যেন তন্দ্রাঘোরে হঠাৎ দেখা একটি স্বপ্ন।
ঠিক সময়েই পূর্ণ দৈর্ঘ্য কাহিনীটি শেষ হয়ে যায়,
মৃত জীবনটাকে তখন চিরবিদায় জানাতে হয়।
সঠিক জীবনের দিশা তো আর এ জীবনে পাওয়া হলো না,
সময়ের অভাবে,
নির্মম বাস্তবতার কারণে,
সুন্দর আল্পনা আঁকা স্বপ্নগুলোর কবেই মৃত্যু হয়েছে।
এ পৃথিবীতে দায়িত্বের যাঁতাকলে পিষ্ট হতে হতে
মনপ্রাণ দিয়ে ভালোবাসা হয়ে উঠে না,
এ পৃথিবীতে সময়ের সাথে দৌঁড়তে গিয়ে,
প্রতি পদে পদে
অপদস্থ হতে হয় আমাকেই,
সঠিক সময়ের সন্ধানে ছুটতে ছুটতে
নির্ঘুমে মোড়া ক্লান্ত জীবনে হোঁচট খেতে হয় বারংবার।
এতকিছুর পরেও রাতের থমথমে অন্ধকারাচ্ছন্ন আকাশটাকে একান্ত নিজের মনে হয়,
হয়তো কোনো একদিন
যথানিয়মে
তারকাখচিত
ঝলমলে একটা রাতের আকাশ
আমায় উঁকিও দিয়েছিল,
বিস্ময়ের ঘোর কাটেনি,
অথচ
ধরাছোঁয়ার আগেই
চুপিচুপি
কখন যে চলে গেছে রাতের আলোকিত আকাশটা
বুঝতেই পারিনি এই আমি।

হে রাতের উজ্জ্বল আলোকিত মায়াবী আকাশ!
আবার যদি আসো,
ভুল বুঝে চলে যেওনা,
একটু বুঝতে চেষ্টা করিও,
এর চেয়ে বেশি কিছু চাইবো না,
আমার অভিমান বেঁচে থাকুক আমারই হৃদয়ে।
আমি ভুলে যাবো
বেলাশেষে ভেসে আসা প্রণয়ের ছোট্ট আশ্বাস,
ভুলে যাবো নিয়মভাঙার অসহনীয় উৎসব,
খুঁজে নিব বিষাদের মেঘ,
খুঁজে নিব বাঁধভাঙা অশ্রুর ঝড়ো উচ্ছ্বাস।
নীল খামে আটকে রাখা চিঠির ভাঁজে ভাঁজে
মুড়িয়ে থাকুক,
ঠুনকো আবেগ মেশানো বিব্রত প্রহরগুলো,
কোন এক গোধূলি বেলায়
দমকা হাওয়া এসে
উড়িয়ে নিবে
কুড়িয়ে আনা বেলী ফুলের সঞ্চিত সৌরভ,
সেদিন উড়ন্ত প্রজাপতির নীল ডানায়,
তুমি খুঁজে পাবে শিহরিত অনুভবের মাতাল স্পর্শ বিলাস।

চির উন্মনা মনে তোমার
তোলপাড় জাগে অতিসূক্ষ্ণ আহ্বানে,
মুখের উপর উড়নি উড়ায়ে আসে অনেকেই জোয়ারে জোয়ারে,
সেই আবেশে ভাসছো কেবলই মনেপ্রাণে মনময়ূরীর আর্কষণে।
আমার শ্লথ নিঃশ্বাসটুকু তোমার কাছে জানি কেবলই মায়া,
মুর্হুতেই আমি অমূলক,
মূলত তোমার অনুভবে গড়া
মায়ার আস্তরে আস্তরেই মেশানো ছিল তাচ্ছিল্য লেপন।

একান্ত সাধের ভালোবাসার প্রাসাদে
বিব্রত বেদনার কালচে বিড়ম্বনা এসে
ফাটল ধরিয়ে যায়,
হঠাৎই ভাঙ্গে মায়ায় গড়া নড়বড়ে প্রাচীরটা,
তবুও
বৃত্তে মোড়ানো এই র্দুবোধ্য জীবনে মানুষ
বেঁচে থাকার স্বপ্ন দেখে,
একটু সময় নিজের জন্য বহুবার খুঁজে ফিরে,
হয়তো আমিও তেমনই।

রাতদুপুরে জোৎস্নালোকে হাঁটতে গিয়ে,
হঠাৎ আসা বুনো মেঘে তাড়িত হয়ে,
ঝড়ের রাতে লণ্ঠন হাতে আমিও
নিরাপদ আশ্রয় হন্যে হয়ে খুঁজেছি,
হ্যাঁ,
খুঁজেও পেয়েছি নিরাপদ একটা মনোময় আশ্রয়।
কিন্তু এক অনিশ্চিত
জীবনের ক্ষুদ্র পরিসরে,
অচলাবস্থার মুখোমুখি দাঁড়িয়ে,
কিছু নিজস্ব অনুভূতি শুধু লিপিবদ্ধ করেই যাচ্ছি,
রচিত করছি
একপেশে যন্ত্রণায় পিষ্ট নির্মম সমযের অচেনা পুস্তক।
হাপিত্যেশ আর আক্ষেপের বেড়াজালে আবদ্ধ হয়ে
এ জীবনে তো আর কিছুই করা হলো না,
তবুও ছুটেছি,
আজও ছুটছি,
শুধু
এক টুকরো সুখ আর সুন্দর সময়ের সুমধুর আহ্বানে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ