শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শুক্লা দাস




পোস্ট বার দেখা হয়েছে


আমার দুগ্গা
 শুক্লা দাস

দুর্গতিনাশিনী তুমি মা দুর্গা  অরূপ সাজে কৈলাস থেকে আসো ধরাধামে
আমার দুগ্গা ছিন্নবস্ত্র পরিহিতা ধর্ষিতা নারী, মরে লজ্জায়, মরে মরমে।
তুমি মা দুর্গা জগৎ জননী, তুমি করো জগতের তমসা দূর,
আমার দুগ্গা বন্ধা নারী, সদা হৃদয়ে বাজে কান্নার সুর।
তুমি মা দুর্গা অরূপ সুন্দরী, করি অবলোকন তোমার রূপের মহিমা,
আমার দুগ্গা খেটে খাওয়া মায়ের গর্ভের  এক কৃষ্ণকায় কন্যা।
তুমি মা দুর্গা, শরতের রানী,তোমার আগমনে ফোটে পদ্ম, শালুক, শাপলা,
আমার দুগ্গা মহাকাশচারী, সৌরজগতের নাগরিক কল্পনা চাওলা।
তুমি মা দুর্গা, রণচন্ডী,পাপের নাশে মহাশক্তি, করেছিলে অসুর নিধন,
আমার দু্গ্গা অত্যাচারে জর্জরিত, প্রতি পদে পদে হচ্ছে ধর্ষণ।
তুমি মা দুর্গা আলোকময়ী, আলোর সজ্জায় সজ্জিত হয়ে থাকো মন্দিরে,
আমার দুগ্গা ধর্ষিতা প্রিয়াঙ্কা, প্রতিবাদে মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধারে।
 তুমি মা দুর্গা শারদ প্রাতে সুবাসিত শিউলির গন্ধ মাখো গায়,
আমার দুগ্গা বারবণিতা, লাঞ্ছিতা, এখনো ফুটপাথে জন্মায়।
তুমি মা দুর্গা মহিষাসুরমর্দিনী, ধরেছ সিংহবাহিনী রূপ,
আমার দুগ্গা খিদের জ্বালায়, কাঁদতে কাঁদতে নির্বাক, নিশ্চুপ।
তুমি মা দুর্গা সন্ধ্যা আরতির ঢ্যাম কুড়াকুর ঢাকে,
আমার দুগ্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে।
তুমি মা দুর্গা প্যান্ডেলে প্যান্ডেলে আলোর রোশনাই এ সজ্জিত,
আমার দুগ্গা দিন আনে দিন খায়, দারিদ্রের জ্বালায় নিমজ্জিত।
তুমি মা দুর্গা আনন্দদায়িনী, তোমার আনন্দ উৎসবে মাতে সকলে,
আমার দুগ্গা শীর্ণকায়া, হাড় ভাঙা খাটুনি, সকাল হতে বিকালে।
তোমার উৎসবে মেতে ওঠে ভুবন, বাজে আগমনী সুর, তোমারই আগমনে,
আমার দুগ্গার আনন্দ নেই জীবনে, সুখ স্বপনে, শান্তি শ্মশানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ