শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অমিত কুমার জানা




পোস্ট বার দেখা হয়েছে


 বহুরূপী
অমিত কুমার জানা

আলোর অনুঘটনে কিংবা আত্মরক্ষায় 
বহুরূপী গিরগিটি সঘনে রঙ বদলায়,
মানুষও মুখোশধারী রূপ বোঝা দায়,
নির্বিঘ্নে সরলকোণে ঘোরে স্বার্থরক্ষায়।

পদাধিকারে আসীন কেউ মস্ত অফিসার
আড়ালে দৃষ্ট তার উৎকোচের বাহার,
পোশাকী চাকচিক্য বা কারো রূপের বাহার,
হয়তো আড়ালে মাথা উঁচু করে তার দুরাচার।

কারও ঠুনকো ভাষণ যেন  জ্ঞানের আলো
অবুঝ জনতা ভাবে 'বাহ বেশ তো ভালো' ।
যেই না দৃশ্যমান কারী সূর্য অস্ত গেলো,
অমনি ভাষণদাতা মাখে রাতের কালো‌।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ