শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সায়নী ঘোষ




পোস্ট বার দেখা হয়েছে

বিশ্রী
সায়নী ঘোষ 

চারদিকে গজিয়ে ওঠা আলোগুলো ,
গিলে খেয়ে নেবে আমায়ে।
আমাকে না আলো করে দেয়-
এই তো অন্ধকার ঘুটঘুটেতেই বেশ বাস আমার
কোন আলো চোখে পরলে
হৃদয়টা গলতে বসে,
সামলে নি বাস্তবের  জ্বলন্ত ঘা টার দিকে তাকিয়ে।
এবার চারপাশের মানুষগুলো আলোর গল্প শোনাচ্ছে ,
তারাও আস্তে আস্তে আলো তে ফিরছে।
আমার ঘৃণ্য আঁধার তাদের জীবনে আমাবস্যা  হয়ে যাচ্ছে,
হ্যাঁ এই আঁধার বিশ্রী !
কিন্তু এই বিশ্রীর তলায়ে লুকিয়েই তারা এতদিন নিরাপদ ছিল।
আলো যতই ভাল হোক সে তো ছায়া দিতে পারে না,
 যখন পেটের নাড়ি গুলো শুকোতে বসে-
 তবুও হাতপা বাঁধা আরেকজন যখন আঁধারে নামতে যাচ্ছিলো,
 কেন জানিনা বুকটা কেঁপে উঠল!
দুহাত দিয়ে আঁকড়ে রাখলাম তাকে।
সবাই নাকি আমার চারদিকে সেদিন ফুটফুটে আলো দেখেছিল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ