শারদ সংখ্যা ২০২০ || কবিতা || পায়েল খাঁড়া




পোস্ট বার দেখা হয়েছে


কেয়ার অফ শারদীয়া
পায়েল খাঁড়া  

ফিরতি আলো ছুয়ে গেল ফাঁকা ঠাকুর দালান,
আধখোলা বাঁশ, অবশেষ মন্ডপ;
হাওয়ায় এখনও থেমে যাওয়া ঢাকের শব্দতরঙ্গ
বিসর্জনের বাঁধা ঘট করছে কিছু মনখারাপী আরোপ।
ধুয়ে গেছে কাঠামোর রঙ
ভাসানের সুরে বিষাদেরা মিশেছে ওতোপ্রোতো,
অপেক্ষার খাতায় জমা পড়েছে তারিখের খসড়া,
দিন গোনা আবারও একটা বছর আপাতত।
বিকিকিনির গলদঘর্ম শেষে একটু জিরেন এবার
ওই একরকম নিয়মমাফিক চলছে দোকানপাট,
এবারের মতো রাশ টেনেছে পকেটগুলো
আগামী মরশুমে ক্রেতা বিক্রেতা আবার জমাবে পণ‍্যের হাট।
মুখের মিষ্টি স্বাদ এখনও বাকি, বিদায়ী আত্মীয়তা,
যদিও উপলক্ষ‍্য হাজার আছে পুনরায় দেখা হতে;
শারদীয়া তবু পরিবর্তহীন, বেঁধে নেয় যেন আপামর,
চেনা অচেনা একসাথে ভাসি একই আত্মিক স্রোতে।
প্রীতির বার্তায় উপচে পড়ছে ইনবক্স
হালে তো এটাই ট্রেন্ড, ভারচ‍্যুয়ালিটির লেজ ধরে সস্তার শুভেচ্ছা বিনিময়।
কে জানে ক'জন আর মন থেকে বলে "ভালো থেক!"
হ‍্যাশ-ট‍্যাগে জুড়ে দিলেই নামের তালিকা কেল্লাফতে, সবদিকে সাশ্রয়।
এরপর ফেরা সেই পুরানো ছকের হেপাজতে
যেখানে সাধ আর সাধ‍্যের ঠান্ডা লড়াই চলে বারোমাস,
সকালের কলগেট থেকে রাতের ওডোমসে খাপ খাওয়া রোজনামচাকে
চোখ রাঙায় বাজেটের খাতা জুড়ে মুদ্রাস্ফীতির সংন্ত্রাস।
এ ক'দিন শহরটা ভুলে ছিল বুঝি দুর্ঘটনাবলীর রেশারেশি,
কটা প্রাণ কাড়ল-- কোন ভাঙা সেতু কোন আগুনের ফাঁদ!
কী নামে দুর্যোগ অনাহুত অতিথি হবে
হঠাৎ কাঁপিয়ে যাবে শিরোনামে পাওয়া কোনো ভয়াবহ দুঃসংবাদ।
বিগত দিন চার সব ঠিক যেন বাধ‍্যতামুলকভাবেই
ফোস্কারা গা-সওয়া, স্বর্গ তোরণ ঐ ফুটপাতি ফাস্টফুড স্টল,
অচেনা রাস্তা, মন্ডপ অভিযানে আনকোরা পাও ভাস্কো দা গামা,
মুহুর্তরা ফ্রেমবন্দী, চুটিয়ে আড্ডা আর থেকে থেকে সেলফির ঢল।
এভাবেই যেন কোথা দিয়ে ফুরিয়ে গেল উৎসব,
আবার একলা ভিড় ঠাসা শহর বুকে নিয়ে শারদীয়া স্মৃতি;
অফিস টাইমের লোকালগুলোই যেন মহাজনপদ,
দপ্তরের খুলে গেছে তালা, ব‍্যস্ততা তার যথারীতি।
জানি, ছিল আছে ও থাকবেই জীবনের একঘেয়ে পরিচিত গল্পগুলো,
আমরাও লাগসই নিয়মিত ভূমিকায় রোজকার।
তারই মাঝে কতকটা অমিতব‍্যয়ী যাপনের স্বাদ নিয়ে
বোধনে-ভাসানে শারদীয়া আসে যায় প্রতিবার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ