শারদ সংখ্যা ২০২০ || কবিতা || জয়তী




পোস্ট বার দেখা হয়েছে


অন্য এক অপরিচিতা,, 
    জয়তী 

হঠাৎ কোথাও থমকে গেছে চাকা -
আমার পাশে যে মানুষটা হাঁটছিলো সারাদিন,
এ মূহুর্তে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না! 

দূরে একটা ট্রেন, কোন ম্যাজিশিয়ান ভ্যানিশ করে দিলো নিমেষে!
গন্ধ বিলিয়ে হারিয়ে গেলো মাধবীলতা, দূরের সার্চলাইটে 
নিজেকে কোথাও পাওয়া যাচ্ছে না... 

বাম হাতের তালুর ওপরে জোরে চিমটি দিলাম 
কতদিন রেখাগুলোর যোগবিয়োগ হয়নি! 
কালো হয়ে আছে রেখা বিভাজিকা, অতিরিক্ত সার্ফের ফ্যানা -

স্পষ্ট জলে নিজেকে অদ্ভুত লাগছে, 
না...কোনো এলিয়েনের কল্পলোকে বিশ্বাস করিনা -
জিভে বিস্বাদ নোনতা অবিশ্বাসের চোঁয়ানো লালা -

পাশের ছায়াটিকে নিজের সাথে মেলাতে মেলাতে 
কখন ঘুমিয়ে পড়েছি জেগে ওঠা ভরদুপুরে -
হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া স্বপ্নের আংটি -

কাছের নদীটাকে দেখছি মরুভূমি - জলহীন শুকনো চরা 
নৌকাটা একইভাবে তাকিয়ে আছে অন্য পারে, 
একটাই মিল, আমাদের ছায়া ছিলো কাছের দূরত্বে -

পথের কাছে এলেই সবাইকে লুকিয়ে দেয় পথের আড়াল! 
ছুটতে চাওয়া রণপা আসলে খোঁড়াই... অচেনা বাঁক 
একসময় ধুকতে ধুকতে ঠিকানায় পৌঁছালে - সবটাই কেমন ফাঁকি... 
ভেতর ঘর থেকে বেরিয়ে আসে অন্য এক অপরিচিতা -

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. অসাধারণ প্রকাশ একরাশ মুগ্ধতা

    উত্তরমুছুন
  2. এভাবেই খোঁজ চলুক নিজের! অপূর্ব কথামালায় আবারও অবাক হই। অনবদ্য রচনায় ভালো লাগা থেকে যায় - নতুন বইয়ের গন্ধের মত। কুর্নিশ কবি

    উত্তরমুছুন