শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মলয় চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে


জীবন নাট্যের আগামী
মলয় চৌধুরী

টাইম মেশিনে পুরানো দেওয়াল,বৃষ্টি ধোয়া আকাশ দেখে।
ব্যস্ত মোহনায় ছলনা বেয়ে বদলেছে বহুকিছু।
আভিজাত্য বারান্দা,ধৈর্য্য সিঁড়ি'তে আংশিক আড্ডা,
মজলিশি অনুপল অভ্যেসি সংজ্ঞা খুঁজতে হেরে থাকে।
ছাদ এন্টেনা, সাদা কালো টিভিতে হল্লুড়ে সাত রং,
লতাপাতায় পরিচিত,আগ্রহী নিঃশ্বাস বহুক্ষণ পায়চারি সারে। 
খুচরো সময় প্রচার মাধ্যমে ক'প্রহরে খাতির  অঢেল।
সকাল স্লটে সাপ্তাহিক রামায়ণ,মহাভারতে রবিবাসরীয় লক্ষ্য ভেদ।
পণ্য,সেবা আলোছায়া টানটান ভগ্নাংশে
সম্ভাব্য খোলা হাটে চলমান প্রতিনিধি,
আমি বিজ্ঞাপন.....
আজের শাহরুখ,কিং খানের জৌলুশ পায়নি।
বোকা বাক্স হেঁশেল,আমায় জড়িয়ে সার্কাস সিরিয়ালে দেখে লম্বা রেসের টাট্টু।
চিত্রহার,চিত্রমালা যৌবনে সুখ জুটানো কাঁচা পাকা হেডফোন,একান্তের ইউটিউবে মন পেতে নেয় সারপ্রাইজ গিফট।

উঠতি বাজেট রুপকথায় হত্যে দেয় সংশ্লিষ্ট প্রোডাক্টসের শিরোনাম,বিজ্ঞাপিত বাইশ গজে পড়িমরি তাজা ফ্লেভার।
কাগজ'ওয়ালার হ্যান্ডেল,টিভি ঝকঝকে পর্দায় পরিষেবা সুড়সুড়িতে লড়ে বিক্ষিপ্ত মুহুর্ত। 
আলো হীন আলেয়ার বন্দী ফ্রেম,অলিভ-ওয়েল ফোঁটায় মোচড়ানো শুভ রাত্রি রাখে!
ঝড় তোলা উপস্থাপনে পলকা বিরতি খুঁজে নেয় অন্য চ্যানেল,
ব্রাত্য মনন আঁতুড়ে,আমি সাথে ইন্ডাস্ট্রি পরিজন।
স্বপ্ন দেখা সবুজ ভোর চুপিচুপি শুনিয়ে যায় প্রত্যাশার বোঝা!
কুয়াশা আরশিতে ঝাপসা প্রতিধ্বনি,
হাত ছোঁয়ালেই বাস্তবতা। 
বারো হাত জল খাওয়া ভাস্কর দা আক্ষেপ চেনে না......
দু পেয়ে জাতির মোহ ভঙ্গে বিতৃষ্ণা নয়,
সব আস্ত রাশির ফেনিল সাগর।
মাপা বিন্দু দুষিতেও, পুরোটা কদাচ নয়।
ছাইচাপা সকাল মতো,
তামাম কাঠামো বাঁ দিকে পালাবদলের শ্মশান ঘর!
ব্যস্ত প্ল্যাটফর্মে একলা শিরদাঁড়ায় পরিহাস রচনা,
অজানা ধুলো ভিড়ে অংশীদার, জীবন নাট্যের আগামী !

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ