শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সমরেশ হালদার




পোস্ট বার দেখা হয়েছে


মুখোশ মুখী মানুষ
 সমরেশ হালদার
               
মুখ থেকে যায় সব বিজ্ঞাপনে
হাসি মুখে রঙিন দুখ্
বিলিয়ে দিলাম অজান্তেই
উজার করা সর্বসুখ ,

চেনা দৃশ্য হয় অদৃশ্য আজ
মুখোশে যে ঢাকছে মুখ
মুখের ভিতর আঁতকে ওঠা
দানব যে আজ সর্বভূক ,

লোমের ভেতর ধারালো নখ
চেনা বড় কষ্টকর
মুখোশ গুলো করছে বাজার
ধরবে তোমায় সাধ্যকার ,
বাতাস হারায় ঝড়ের মাতন
পৃথিবী শূণ্য মানুষজন
বনের ভেতর হুঙ্কার দেয়
মানুষরূপী পশুরমন ,
তোমারই খায় তোমার পড়ে
হঠাৎ বুকে ছুরি ধরে
মুখের ভেতর মুখোশগুলো
থাবা বসায় অন্ধকারে ,

মুখোশ মুখী মানুষ সবাই
মুখ থাকে মুখোশ পড়ে
অসাবধানে থাকলে পরেই
ছুরি মারে উল্টো করে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ