শারদ সংখ্যা ২০২০ || পত্রিকা সংবাদ || বাকবিকল্প সাহিত্য পত্রিকা




পোস্ট বার দেখা হয়েছে


বাকবিকল্প সাহিত্য পত্রিকা 


"বাকবিকল্প" আত্মপ্রকাশ করে ২০১২ খ্রিস্টাব্দে। বাকবিকল্প একটি প্রতিবাদী সাহিত্য পত্রিকা। এখানে কোনও কঠোর নিয়ম কানুন নেই। কারও কোনও লেখায় কেউ লাইক কমেন্টস দিতেও পারেন কিম্বা নাও দিতে পারেন। আবার দিতেও পারেন নিজেদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে। এখানে সাহিত্যচর্চা হয় ব্যক্তিসত্ত্বার স্ফুরণ এবং তা কেবল সমাজ সচেতন দায়িত্বশীল নাগরিক হিসেবে সভ্যতায় সুস্থ মানষিকতার ছাপ রেখে যাওয়ার অঙ্গীকারে। সমাজ, রাষ্ট্র, দর্শন, প্রেম, প্রকৃতি, প্রতিবাদী সর্ব বিষয়েই লেখা আশা করে বাকবিকল্প মানুষকে সর্ব বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে। তখন রবীন্দ্রসদনে লিটল ম্যাগাজিন মেলা হ'তো, সেই সময়ে কবি জয় গোস্বামী এবং শাঁওলি মিত্রের হাতে তুলে দিয়েছিলাম বাকবিকল্প পত্রিকার কপি। হাতে পেয়ে জয়-দা বাকবিকল্প পত্রিকার খুবই প্রশংসা করেছিলেন। পত্রিকাটি উল্টেপাল্টে দেখে পাশের স্টলে একজনকে উদ্দেশ্য ক'রে বললেন, দেখেছ দেখেছ, কত ছোট অথচ কত ভালো একটি পত্রিকা! সেটা বাকবিকল্পের বড় একটা প্রাপ্তি।

সম্পাদক : দেবপ্রসাদ বসু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ