শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অসীম দাস




পোস্ট বার দেখা হয়েছে


অপেক্ষা করো , আসছি
    অসীম দাস 

মাছের পেটে অঙ্গুরীয় হয়ে ফিরে আসব একদিন ।
নিভু নিভু স্মৃতির দীপশিখা উসকে দিয়ে যাব ।
সমীচীন ইথার তরঙ্গে পাঠাব আমার বিনিদ্র 
ভালোবাসার এক আমাজন উষ্ণ কলস্বর ।
তারা তোমাকে পাহাড়িয়া সর্পিল পথের 
কেন্দ্র কোঁচড়ে জাপ্টে ধরে রাখবে ,
যতক্ষণ না আমি পৌঁছোই কবরের 
নালিঘাসের সবুজ প্রত্যয়ে ।
কিংবা পাশার দানে চিরকালের উল্টে যাওয়া 
যুধিষ্ঠির অথবা অর্ফিয়াসের মতো 
সশরীরে স্বর্গের ব্যঙ্গভূমিতে !

অর্থাৎ ,ভুলে গেলেই তুমি আর মৃত সঞ্জীবনী 
সুধার ফল কখনও পাবে না !
নিবিড় নির্জন দেবযানী , বারংবার 
অভিশাপ দিয়ে যাবে ত্রিশঙ্কু কচের 
আবহমান দোটানার রঙ্গালয়কে ।

আমার প্রবল আকুতি ছাড়া তোমার 
সব শক্তি অর্থহীন ।
যেখানেই থাকো , অপেক্ষা করো 
আমি আসছি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ