শারদ সংখ্যা ২০২০ || কবিতা || তনুশ্রী মণ্ডল




পোস্ট বার দেখা হয়েছে


ক্যালেণ্ডারের পাতায় দূর্গাপূজো 
তনুশ্রী মণ্ডল

ক্যালেণ্ডারের পাতাটা উল্টাতেই মনে পড়ে গেল দুর্গাপূজা --
এবছর কেমন যেন মনখারাপীর সুর, বাতাসে পুজোর গন্ধ নেই ,
নেই শিউলির সৌরভ, নেই সেই শিশির ভেজা ঘাস ;
সব যেন কেমন তাল কাটা নুপূরের ছন্দহীন সুর !
প্রাত্যহিক জীবন ভয়ংকর কালের গর্ভে নিক্ষেপিত ৷

কুমোরটুলি পাড়ায় নেই আর জমজমাটটি তোড়জোড় ,
তাদের মাথায় নেমে এসেছে নিষ্ঠুর কালের বজ্রাঘাত ৷

বর্তমান পরিস্থিতির কাছে হেরে গিয়ে থমকে দাঁড়িয়েছে সময় !
কই দেখতে পাচ্ছি না তো আকাশে পেঁজা তুলো ?
পূজার সেই কেনাকাটা, হৈ -হুল্লোর, মিষ্টি মধুর আগমনীর সুর --
কোথায় তারা ? দম বন্ধ ঘরে শিকল আঁটা , নিচ্ছে কি তবে শেষ নিঃশ্বাস ?
মেরুদণ্ডের হাড়গুলোও আজ সোজা হয়ে দাঁড়াতে সক্ষম নয় ৷

আশায় আশায় বুক বাঁধি হয়তো ফিরবে সুদিন..
হয়তো মা দূর্গা , নিধন করবেন করোনাসুর !
হয়তো মা কালো মেঘ সরিয়ে আনবেন নতুন ভোর ৷

দুঃখ, বেদনা, গ্লানি নিয়ে জেগে কাটে সারাটা রাত ,
মনের মাঝে অব্যক্ত যন্ত্রণাগুলি বারেবারে দিচ্ছে হাতছানি --
চিরন্তন উৎসবের আঙিনায় আজ জমেছে বালি আর বালি ৷

চেনা মানুষগুলি একেএকে নিচ্ছে বিদায় !
লক্ষ-কোটি যন্ত্রণা নিয়ে চলছি এ মহাসংগ্রামের পথে ;
পূজোর স্মৃতিগুলি ধুঁকছে রঙিন আলব্যামের অন্দরমহলে ,
কিভাবে এ দুঃসময় করবো আমরা জয় ?
জানিনা,  সব-ই অজানা থেকে যায় ..
আজ শুধু চেয়ে থাকি ক্যালেণ্ডারের পাতায় ৷

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ