শারদ সংখ্যা ২০২০ || কবিতা || নার্গিস পারভীন




পোস্ট বার দেখা হয়েছে


বনচর যাযাবর
নার্গিস পারভীন

অনেককালের বন্ধ কপাট কে খোলো?
ভিঞ্চি? পিকাসো? অ্যাঞ্জেলো?
বাতাসও কি তাই বইছে এমন এলোমেলো?

একবার পুবেল আবার দখিনা-
হঠাৎ চঞ্চল হঠাৎ আনমনা,
আবার অরণ্যে আনন্দ ভৈরব মূর্ছনা।

দ্বারে দাঁড়িয়ে হাসে ভিনদেশি বাঁশিঅলা-
নয়ন সরসীতে ভেঙে যাই শশীকলা!
বলব কি কথা যা হয়নি কাউকেই বলা?

নিশিগন্ধার বৃন্তে বাজে জোছনার নূপুর!
উবে যায় ব্যথা কোন সুদূরে যেন সে কর্পূর!
সব না-পাওয়া দিয়ে যায় ছোঁয়া মধুরিমা ভরপুর।

কে ভাসালে শালুক বিলে পলকা সুখভেলা?
সানুরাগ সোহাগে সরিয়ে অতীত হেলাফেলা,
ভুলিয়ে দিলে সময়ের হিসেব বেলা-অবেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ