শারদ সংখ্যা ২০২০ || কবিতা || তন্বী




পোস্ট বার দেখা হয়েছে


এই শরতে
 তন্বী

তুমি শিউলি ঝরা গন্ধ নিয়ে এলে,
পেঁজা মেঘের চামর দোলায় শরতের হাতছানি,
পদ্মশালুক দীঘির জলে দিচ্ছে ইতিউতি,
প্রথম দেখায় আলতো ছোঁয়ায় ধরলে হাত দুখানি।
তুমি কাশের বনে হারিয়ে গেলে সেই,
শূণ্যে ফিরি তোমার পিছুটানে,
আমিও তো থমকে যেতে পারি,
যদি হারাই পথেরই মাঝখানে..
ডাকলে তুমি যদি না দেই সাড়া,
প্রান্তর যতো পেরিয়ে যেতে যেতে,
এই শরতে মনের আগল খুলে, 
আমিও তো চাই তোমায় ফিরে পেতে।
বছর ঘুরে অপেক্ষার এই দিন,
অপেক্ষা, বছরের প্রতিদিন।
খুঁজে নিও চাও যদি ফিরে পেতে,
এ শরৎ, এ আকাশ..... ঐ পদ্মদীঘিতে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ