শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দে বা শী ষ




পোস্ট বার দেখা হয়েছে


উৎসব আসে
দে বা শী ষ

আদি উপন্যাসের পাশে ট্যাক্সি থামে,  
পালিশ করা বুট পায়ে নেমে আসে চরিত্র ;
সানগ্লাসের রঙিন ঝলকানি - 
মোবাইলে দুচোখ য্যানো সংলাপের আদান প্রদান -
নিঃশব্দে ;
 আচমকা দুরন্ত গতির চরিত্রের ধাক্কায় - 
ছিটকে পড়া রাস্তার একধারে,
শিরোনাম যেমন রক্তাক্ত- নিথর। 

।। ২।। 

উঠোনে বাঁশের সারি - 
বিধিবদ্ধ প্রথা মেনেই উৎসবের নির্ঘণ্ট, কাজেই -
আমার দুচোখে ঘুম নেই এখন,
মায়াবী যুদ্ধ যুদ্ধ সাজ।

চির যৌবন লোভে মিশরের মমির পাশে শুয়ে,
মার্কেটিং আসলে মেধাবী পকেট বোঝে ,
কুয়াশার মতো ভিড় করে আসা,  
দোকানে দোকানে মিলেমিশে ভালোবাসা ।

।। ৩।।

বোনাস হয়নি বলে খাটুনির সংসার হতাশাগ্রস্ত,  
কোভিডের দুর্দান্ত আঁচড়ে দেরীর উৎসবেও নিরাশা,
সৃষ্টিদের দেখেছি লড়তে এভাবে সয়ম্বরে ;
নির্ভেজাল শরীর বিকিয়ে টিকে থাকা চালাঘর।
আর মাস্কের সারিবদ্ধতা ।


।।৪।।

ছাপোষা পাগলামি - কবিতার খাতা,  
আবেগ ঘন মুহুর্তে তোমায় চেপে ধরি বুকে , 
নিমেষে ঠোঁটে ঠোঁটের মাখামাখির বোঝাপড়া ;
ছিটকে পোষাক দু'ধারে - বিছানা একটাই এলানো শরীর বুঝে  ।

।।৫।।

সবকিছু মিলে যায়।
সবকিছু মিলতে চায়,  
একে একে অবুঝ নিরালায় - জীবনের একপেশে হিসেবের মতো ।
মিছিল স্লোগান রাজনীতির বলিয়ান সময়ে সময়ে, 
জীবনে জীবনে মিলেমিশে রোদের মতো সরল।  
মায়ের কোল খালি করে বিপ্লবের গন্ধ ছড়ায় ;
তবুও আতঙ্কের সময়ে অচেনা ভ্যাকসিনের মতো উৎসব আসে ..

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ



  1. বলিষ্ঠ কলমে এমন লেখাই আশাকরি লেখক যখন সম্মাদক ,তার কলম থেকে;যেখানে আছে জীবনের নানা দিক —হাসি কান্না সুখ দুঃখ
    পাওয়া না পাওয়ার বোঝাপড়া

    উত্তরমুছুন
  2. তবুও আতঙ্কের সময়ে অচেনা ভ্যাকসিনের মতো উৎসব আসে----
    অপূর্ব। অনন্য সুন্দর উপস্থাপনা।
    অনবদ্য প্রকাশ।

    উত্তরমুছুন
  3. তবুও আতঙ্কের সময়ে অচেনা ভ্যাকসিনের মতো উৎসব আসে----
    অপূর্ব। অনন্য সুন্দর উপস্থাপনা।
    অনবদ্য প্রকাশ।

    উত্তরমুছুন
  4. তবুও আতঙ্কের সময়ে অচেনা ভ্যাকসিনের মতো উৎসব আসে----
    অপূর্ব। অনন্য সুন্দর উপস্থাপনা।
    অনবদ্য প্রকাশ।

    উত্তরমুছুন
  5. ১,৩,৫ অসাধারণ কিছু মুহূর্ত ছবি! মনের জলছবি শব্দ বন্ধে একা ছবি আঁকে। বুঁদ হয়ে যাই আবেশে। স্বপ্নের ভিতর স্বপ্ন দেখতে দেখতে ছুঁড়ে ফেলি ঘরময় মাস্কের সাম্রাজ্য। আবারও হারিয়ে যাই শব্দের আবাদ জমিতে। অনবদ্য কিছু জলছবি, কবি ।।

    উত্তরমুছুন
  6. কবিতার কথাগুলো মনের মধ্যে যে ছবির জন্ম দেয় তা অন্তরের গভীরে বিশেষ ভাবানার ঝড় তোলে।

    উত্তরমুছুন