শারদ সংখ্যা ২০২০ || কবিতা || আরতি ধর




পোস্ট বার দেখা হয়েছে


মাতলো রে ভুবন... 
আরতি ধর

পিতৃ পক্ষের অন্ত
দেবী পক্ষের আগমন
চারিদিকে খুশির জোয়ার
আনন্দময়ী মায়ের মর্ত্যে আগমন... 

শরৎ প্রভাতে পেঁজা তুলো
রাশি -রাশি  স্নিগ্ধ আকাশে
ঘরের দাওয়ায় ওই দুর থেকে
শিউলির সুবাস আসে ভেসে। 

দূরে নদীতীরে কাশফুল দোলে
মায়ের আগমনের অপেক্ষায়
ছোট বড় প্রানে এই ক'দিনে খুশির জোয়ার বয়ে যায়....

অদৃশ্য অসুর ছেয়েছে দুনিয়া
মানুষের প্রানে আজ ভয়
মুক্ত করো মানব সমাজে, শান্তি আনো এ ধরাধামে
সকল প্রানে দাও বরাভয়
এসো মা দূর্গা, নাশিতে অসুর
অসুর দলনী তোমারে যে কয়.. 

তোমার আগমনে ঘুচে যাক ভয়
মুছে যাক যত রোগ, শোক, সন্তাপ
চির চঞ্চলা হোক এ ধরণী ভুলে গিয়ে অদৃশ্যের অভিশাপ ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ