শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শারমীন সুলতানা




পোস্ট বার দেখা হয়েছে

কৃষ্ণপক্ষের চাঁদ
শারমীন সুলতানা

সংশয়ে বলিনি আজও তোমাকে ভালোবাসি
জীবন বৃক্ষের ছায়া অতিক্রম করে এসেছি
দুর্ভেদ্য শেকড় মেলতে দ্রাবিড় নির্জনে।
একখানা শানিত ইস্পাত নিয়েছি সঙ্গে
কত তাল লয় ছন্দের অনুকম্পা পেতে 
হেঁটেছি শ্বাপদসংকুল দুর্গমে।

বেদনা আর বঞ্চনার অমন দগ্ধবোধে
সমস্ত দৃশ্যের ওপারে বসে অপেক্ষমান আমি
হয়তো কৃষ্ণপক্ষ চাঁদ মেঘের অবাধ্যতা ভেদ করে
একগুচ্ছ তারার ফুলের ঢালি এনে দাঁড়াবে।
আমিও প্রগাঢ় ধ্যানে অতিক্রম করি উপেক্ষিত রাত
সামনে একটি বাঁধভাঙ্গা পাহাড়ি ঝর্ণার নীরব চলমানতায় নির্বার ভবিতব্য উপহার নিয়ে দাঁড়ায় সফেদ ক্যানভাস।

আমি পারিনা আজও তাদের কথা বর্ণনে সাফল্যের ইতিহাসে নাম লেখাতে, যারা একমুঠো অন্ন যোগাবে বলে নিশিত যাপনে পয়ারের মুখাপেক্ষী। এ আমার সীমাবদ্ধতা। মাথা পেতে নিলাম।এবার টেনে ধর তবে অন্য চর্চার বেগানা লাগাম।

পরিশ্রান্ত মন গাঢ় বেদনা বোধে মুহ্যমান 
কতটা যুগ পার হয়ে আজ পরিমাপ করি
মৃৎপাত্রে জমানো বৃষ্টির জল!
মরুর হাহাড়ম্বরে হয়তো অনেকটা ধুলো
উড়াবে শূন্য ওজোনস্তরে।
পৃথিবীর কাছে ঋণী বাঁচিয়ে রাখার রসদ দানে
অক্সিজেন দিয়ে যাচ্ছে উদার মনোবৃত্তি নিয়ে।
ভালোবাসার নষ্ট জরাগ্রস্তে এখনও আটকে আছি
দূষিত আয়ূষ্কাল পেতে প্রার্থনার বেড়াজালে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ