শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শতাব্দী




পোস্ট বার দেখা হয়েছে


এক যে ছিল অবাক মন
শতাব্দী


এক যে ছিল অবাক মন
ছুটে যেত এদিক পানে ওদিক পানে
কখনো বা ডানা মেলে পারি দিত আকাশে,
কখনো বা মাটির গন্ধে লুটিয়ে পড়তো ধান খেতে।

সে যে ছিল এক অবাক মন,
উৎসবে পার্বণে মেতে উঠতো আনন্দে,
অন্যের দুঃখে কাতর হয়ে ভিজে যেত অশ্রুতে,
সে মনে ছিল না কোনো জটিলতা,
আপন পরের পার্থক্য করার ছিল না কোনো প্রবণতা।

একদিন সেই অবাক মন
ভালোবেসে ফেললো এক অবাস্তব কে,
না সে কোনোদিন প্রকাশ পায়নি,
হারিয়ে গেছে বাস্তবতার প্রেক্ষাপটে,
অফুরন্ত সেই মনের কথা নাই বা জানা গেল পৃথিবীতে,
তবু সেই ভালবাসা রয়ে গেছে নীরবতে ।

সে যে ছিল এক অবাক মন,
খুঁজে বেড়ায় নিজের অপূর্ণ ভালোবাসা কে,
না ! সে বুঝতে দেয়নি কাউকে,
অপেক্ষায় কাটাচ্ছে এক প্রত্যাশা নিয়ে।

আজ সেই অবাক মন,
গৃহস্থের বন্ধনে বাধা পড়েছে,
হয়েছে সে সন্তানের মা
স্বামী সংসারে নিজেকে উজড়ে দিয়েছে।

হঠাৎ একদিন সেই অবাক মন,
স্থির চিত্তে তাকিয়ে দেখছে,
না সে বিশ্বাস করতে পারছে না,
তিনি সে সামনে দাঁড়িয়ে রয়েছে।

কি করবে ভেবে পায়না অবাক মন,
খুশিতে সে আত্মহারা,
ছুটে মিশে যেতে চায় তার বুকে,
থেমে যাক আজ সময়ের ধারা।
এতদিনের প্রতীক্ষার আজ নির্বাসন,
দুই মনের আজ গোপন আলিঙ্গন।

কিন্তু থমকে দাঁড়ালো সেই অবাক মন,
এ যে বড্ড দেরি,
না আর কিছুই সম্ভব না,
জীবন স্রোতে দুজন ভিন্ন দিশায় দিয়েছে পারি,
ভেজা চোখে দেখে দুজন দুজনকে
প্রশ্ন করে চলেছে অবিরাম 
দুই মন আজ বড় বিভ্রান্তে।

নীরবে সেই অবাক মন,
বিদায় নিল নিজের ভালোবাসার থেকে,
কিছু কাহিনী হয় না যে পূর্ণ,
কিছু সম্পর্কের নেই কোনো বিবর্ণ,
সব অনুভূতি বন্ধ থাক মনে,
মিলন হবে ঠিক জীবনের শেষে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ