শারদ সংখ্যা ২০২০ || কবিতা || ঝুমা মল্লিক




পোস্ট বার দেখা হয়েছে


আগমনীর ছোঁয়া
 ঝুমা মল্লিক

শরতের আকাশে মেঘের খেলা।
বাতাসে  শিউলি ফুলের গন্ধ।
মাটির গায়ে লেগে আছে নতুন কতো ছন্দ।
মা আসবে আজ মনে নেই কোন দ্বন্দ্ব ।
কাশ ফুলে দোলা লাগে, দেখে লাগেনা মন্দ।

শরতের আকাশে চেয়ে দেখি।
লাল নীল ঘুড়ির ছোঁয়াছুয়ি খেলা।
নদীর ঘাটে বসেছে নতুন এক মেলা।
অসুখ ভেসে যাচ্ছে ভেলায়।
সুখের বাতাসে লিখে রাখো নাম।
চোখ খুলে রাখো ,চোখ খুলে দেখো।
জগত জননী আসছে ঘোটকে।

 আকাশে উৎসবের রঙ।
শত পদ্ম অপেক্ষা করে ।
মা আসার প্রতীক্ষা করে।
শুধু প্রতীক্ষা করে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ