শারদ সংখ্যা ২০২০|| কবিতা || রাজেন্দ্র প্রসাদ চক্রবর্ত্তী




পোস্ট বার দেখা হয়েছে

ভালোবাসার মাপকাঠি
 রাজেন্দ্র প্রসাদ চক্রবর্ত্তী 

ঘন কালো মেঘের কোণে
রক্তিম টিপ টা আজো জ্বলজ্বল করে ;
অন্তর্ভেদী অক্ষিগোলক -
আজো কাজ করে দূরবীনের মতো।
তবু দৃষ্টির অগোচরেই থেকে যায়
পলাশে শিমূলে ভরা উছল্ ফাগুন
শিউলি সুবাস কিম্বা কাশের মাতন।
কথার রেলগাড়ী ছোটে আজও
তবু অনুপস্থিত- পিলপিল খুনসুটি
গুমরে মরে -
হাজার কথার নানান জোড়াতাড়া ।
সুখ সৌন্দর্য‍্য বিলাস ব‍্যসন
প্রাচূর্যে মোড়া মায়াবী জীবনে
ব্রাত‍্য হয় -
সেদিনের চুলছেঁড়া প্রেম ।
হৃদয়াবেগের চরম অনটনে
শতচ্ছিদ্র রঙীন ফানুসে ‌
আজ মন নয়  -
মগজের তুলাদণ্ডে মাপা হয়
প্রেমের গভীরতা ।
রক্তিম ওষ্ঠ নিয়ে পলাশ শিমূল
প্রশ্ন করে -
ঠিক কতোটা ভালোবাসলে
তাকে 'পুরোটা' বলা হয় ?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ