শারদ সংখ্যা ২০২০ || কবিতা || স ব্য সা চী না থ




পোস্ট বার দেখা হয়েছে


অতীত
স ব্য সা চী   না থ

জীর্ণ স্বপ্নিল সন্ধ্যা বেহাগ রাগে কাঁদে,
ভিখারী মায়ের ছেলেটা চুলে বাদামি কলপ করে।
কোনো কোনো বর্ষার নদী যৌবন হারায়।
অতীত সকাল বিকাল সন্ধ্যা ঝরে যায়।
আলসে পানকৌড়ি দুপুর কোথায় গেল!
অপর্যাপ্ত যৌবন অতীতে কেটে যায়।
ভালোবাসা আধুলির মতো এখন পড়ে থাকে।
অতীতের সম্পর্কগুলো চাপাফুলের মতো হাসে।
আর বেশি ঘাঁটবো না,
বেলাশেষে কালবেলার গল্প ফেঁদে কি লাভ!
যে অতীতগুলো সোনার চেয়ে দামি ছিল,
আজ সেসব ভাঙ্গা খেলনা,
তোমরা যে দাম দাও নি বর্তমান!
ভবিষ্যত তোমাদের নির্বাসন দেবে অতীতে।
তখন সবাই বুঝবে 
আমরা অতীত নিয়ে বাঁচতে চাই।
আমাদের কাঠামোটা অতীতের।
পূর্বপুরুষের প্রসঙ্গগুলো অতীত।
আজ যা কিছু সঞ্চিত রসদ
সে তো অতীতের ঋণের সুদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ