শারদ সংখ্যা ২০২০ || কবিতা || আসাদ জামান




পোস্ট বার দেখা হয়েছে


প্রশ্নাতীত
আসাদ জামান

তোমরা বলো পাপ
আমি বলি স্খলন

ব্যস্ততা,দৌড় ঝাঁপ
ক্ষণিকের আস্ফালন।

লালচের বাঁকা চোখ
বোধের ঘরে তালা

মায়া,কান্না,শোক
নিস্তেজ নিরালা।

পাথরে চাপা আয়ু
বাতাসের বেগে নড়ে

দগ্ধ তাপে জরায়ু
অনাদিকালের জ্বরে।

কালের রক্তে মিশেছে
অদমনীয় নষ্ট অতীত

সততার দৃষ্টান্তের কাছে
যোগীর ভোগ প্রশ্নাতীত।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ