শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শান্তি দাস




পোস্ট বার দেখা হয়েছে


অজানা পৃথিবী
শান্তি দাস

পৃথিবীর বুকে নেমে আসে সন্ধ্যা,
ঘোর অন্ধকার ভাবতে ভয় লাগে। 
দিনের আলোতে সবাই যেন চেনা চেনা,
চেনা মুখ গুলো অচেনা হয় দিনের শেষে।

সূর্যের আলো নিভে গেলে কৃত্রিম আলো জ্বলে।
শহর গ্রাম যেন অপরিচিত লোকের ভীড়ে,
মানুষ স্বার্থপর,স্বার্থের জন্য আনাগোনা করে,
স্বার্থ ফুরিয়ে গেলে অবিশ্বাস জাগিয়ে তোলে।

মুখোশ পরা মানুষগুলো আশপাশে ঘোরে,
বড্ড কঠিন কাজ মানুষ চেনা অনেক দুরে।
পৃথিবী গোল তাই মুখোশধারী লোক আসে ফিরে,
বিশ্বাস হারিয়ে নিজেকে মস্ত বড় ভাবে।

এই অচেনা পৃথিবী চলছে আপন গতিতে,
মানুষ মানুষের ভেদাভেদ বিশ্বাস অবিশ্বাসে।
সকাল গড়িয়ে আসে সন্ধ্যা পৃথিবীর রূপ পাল্টে,
মানুষ যেন না পাল্টায় অচেনা জগতে বিশ্বাসের দৌলতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ