শারদ সংখ্যা ২০২০ || কবিতা || স্বপন কুমার ধর




পোস্ট বার দেখা হয়েছে


পরিযায়ী শ্রমিক
 স্বপন কুমার ধর

মা, আমি ভালো আছি,
প্রতিটি চিঠিতেই তোমায় লিখেছি।
পাছে তুমি চিন্তা করো, কষ্ট পাও,
তাই আমি স্বান্তনা বাক্য লিখেছি।

মা, আমি বুঝি তোমার একাকীত্ব,
অনুভব করি, বৈধব্য জীবনের নিরাপত্তাহীনতা।
রোমান্থন করি, স্মৃতি মধুর দিনগুলো,
আমাকে ঘিরে কত স্বপ্ন তোমার।

মা, পাছে তুমি ভেঙ্গে পড়লো, তাই
আমি তোমায় মিথ্যে বলেছি, আসলে
এখানে কেউ আমাকে সাহায্য করেনি,
উল্টে বিপদে ফেলেছে, ঘুম কেড়েছে।

মা, আমার মিথ্যে বলায়
তুমি হয়তো স্বান্তনা পেয়েছো,
কিন্তু আমি শান্তি পাই নি,
বিবেকের দংশনে দগ্ধ হয়েছি।

মা, তুমি যাতে আমার,
দগ্ধ, ক্ষত বিক্ষত শরীর না দেখতে পাও
তার জন্য তোমাকে আমি স্মিত হাস্য,
উজ্জ্বল পোশাকে, শরীর ঢাকা ছবি পাঠিয়েছি।

মা, তুমি বিশ্বাস করো,
তোমার ভালো থাকা দেখতে চেয়েই,
আমি মিথ্যে কথা বলে এসেছি, আর
নিজে ক্রমশঃ শ্রান্ত, ক্লান্ত হয়েছি।

মা, আজ তোমাকে সত্যি কথাটা বলছি,
আমি একদমই ভালো নেই।
অজানা ভাইরাসের দারুন এখন,
জীবন ও জীবিকা প্রায় স্তব্ধ।
আমাকে ফিরতেই হবে তোমার কাছে,
আমি যে পরিযায়ী শ্রমিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ