শারদ সংখ্যা ২০২০ || কবিতা || নিত্য রঞ্জন মণ্ডল




পোস্ট বার দেখা হয়েছে


ঘুম , আমার ঘুম
নিত্য রঞ্জন মণ্ডল 

দুর্গন্ধ গায়ে ;
তোমার সাথে আমার সহবাস
পিছন ফিরে কি লাভ
রাত এগারোটা বাজে
রুমালে চাপা নাকে ;
আমার অসংখ্য দেহ
টানাটানি করে একটা ঘুমের মত ,
পরবাসী কোণঠাসা সূর্যের আলো
বুকের ফসলের ক্ষেতের উপর দিয়ে
উপবাসী সূর্যের কিরণ খেলতে খেলতে চলে গেছে ;
তখনও আমার ঘুম আসেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ