শারদ সংখ্যা ২০২০ || কবিতা || নয়ন মণি মিশ্র




পোস্ট বার দেখা হয়েছে


লুকোচুরি
নয়ন মণি মিশ্র

জানি সামনেই আছো
একটু সরে 
আধটু অভিমান করে, 
তুমি কি আজও লুকিয়ে মন পড় ? 
এ কেমন রাগ তোমার
হয়তো
রাগের আড়ালে অনুরাগ  ! 
কবি হলে–
সুন্দর কিছুতে আঁকতাম 
তোমার ঠোঁট ফোলা–
মিষ্টি রাগের চাউনিদের, 
আমি চাতকের মতো
এক অফুরান পিয়াস জমিয়ে রেখে
পথ চেয়ে আছি  । 
কখন তুমি নরম আলোয় 
পূর্ণিমা ছড়িয়ে দেবে...... 
এ ভারী অন্যায় তোমার
জানো! 
আমি থাকতে পারি না
তোমায় না দেখে, 
তবুও
চোখের লুকুচুরিতেই যেন তোমার
সবটুকু সোহাগ- আহ্লাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ