শারদ সংখ্যা ২০২০ || কবিতা || সৈয়দ হাসমত জালাল




পোস্ট বার দেখা হয়েছে

রাত্রিপৃথিবী
সৈয়দ হাসমত জালাল 

ঘুমের ভেতর গড়িয়ে নামছে ভারী রাত্রিপৃথিবী
ঘুমের ভেতর দুলে উঠছে অন্ধ দিগন্তপথ
অস্ফুট স্বরে ককিয়ে উঠল পাখি?
নাকি ক্ষুৎকাতর শিশু? অথবা কান্না চাপল শ্রমময়ী মা!
পোড়া গাছটির গুঁড়ির মতোন জেগে আছে পিতৃহৃদয়


অন্ধকারের ওপার থেকে গুটিগুটি এগিয়ে আসছে ভয়
কৃষ্ণপক্ষের চাঁদ আর উষ্ণ বাতাস,
ফ্যাকাসে জ্যোৎস্নায় ঝরে অসুখের বীজ---
নিশ্বাসে, করস্পর্শে!
পথে পথে ঝুলে আছে তালা---- পৃথিবীর সব উপাসনাগৃহে
দিকচিহ্নহীন গন্তব্যে আমাদের


স্থবির রাত্রি--- দুরূহ, অচেনা,  ভয় করে
শুধু শুশ্রূষার মতো দূরে জেগে আছে
 হাসপাতালের আলো
আর এক জ্বলন্ত রান্নাঘর মাথার ভেতর

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অপূর্ব বলিষ্ঠ লেখা
    শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন