শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রূপম চক্রবর্ত্তী




পোস্ট বার দেখা হয়েছে


প্রেমার্ঘ   
 রূপম চক্রবর্ত্তী

তোমারি প্রেম বুঝিবার 
শক্তি কি আমার,
তুমি যে শক্তিমান
অপার করুনার আধার।

শঙ্খ নদীর পাড়
জোয়ারে টুপটুপ থাকবে যখন,
মাটির কলসি ভরে 
জল রাখিব যত্নে তখন।

রবি উঠবে পূর্ব দিগন্তে
সোনালি আলো ছড়িয়ে,
সে আলো রাখিব আমি
আত্মার বন্ধন জড়িয়ে।

বর্ষার বৃৃষ্টির আওয়াজে
সারাদেশ ছন্দময় হবে গুড়গুড়,
তোমাকে ডাকিব তখন
বসন্ত কোকিলের রাগিণীর স্বরে। 

বাতাসে ধান গাছগুলোর 
উড়ার দৃশ্য আন্দোলিত করছে আর করছে,
তোমার ভালোবাসা দেখতে
দোলানো গাছগুলো ডাকছে আর ডাকছে।

প্রেমতো করেছি বেশ
তোমার স্নেহমাখা দয়ার সাথে,
প্রভু শক্তি দিও
মনে রাখি যেন প্রতি দিনে রাতে।

প্রেমার্ঘ দেব
তোমার হীরা খচিত চরণে,
অঞ্জলি দেব
প্রতিটি সময় ভক্তি চিত্ত মনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ