শারদ সংখ্যা ২০২০ || কবিতা || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


স্বপ্নকবিতা 
জয়দীপ চট্টোপাধ্যায় 

আমি সেই কবিতার স্বপ্ন দেখি
যা মানুষের কাছে জ্যোৎস্না হয়ে ঝরে পড়বে
ধুসর মনে অনির্বাণ প্রত্যয় হয়ে
জেগে থাকবে আবহমান 
মানুষকে দেবে সম্প্রীতির মহার্ঘ মন্ত্র। 

ক্ষয়ে যাওয়া ভালোবাসার ডিজিটাল পৃথিবীতে 
একটু প্রশান্তি চায় মানুষ। 
গভীর অনিশ্চয়তার আবর্তে সময়- শাসনে 
ছুটে চলছে সেলফি জেনারেশন। 
তাদের চারপাশে শুধুই হানাহানি...বারুদ...দুষণ...
মুখোশপরা মানুষের বিরামহীন নগ্নতা.…

চিরায়ত কবিতার শরীর ছুঁয়ে বেঁচে থাকে
বৈদূর্য আলো.... শুদ্ধতার স্বপ্নবীজ...
শুধু শব্দের পর শব্দ সাজিয়ে নয়
অক্ষরপ্রতিমার দিগন্ত ছুঁয়ে 
আমরা পরিশুদ্ধ হতে চাই
নিতে চাই আলোর শপথ। 

প্রিয় পৃথিবীর জন্য কবিতার শরীরে 
রেখে যেতে চাই সূর্যের দীপ্তি, চাঁদের স্নিগ্ধতা.. 
শুদ্ধতার স্বপ্নবীজ....

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ