শারদ সংখ্যা ২০২০ || কবিতা || নাহার আলম




পোস্ট বার দেখা হয়েছে


ডাকঘর এবং বন্ধ্যা ঋতু
নাহার আলম 

বন্ধ্যা ঋতুর চাতালতলের ডাকঘরে জমে আছে কতো না হা-হা রব ছোঁয়া ধূসর হলুদ খাম! ধূলোস্নানে ভেজে রোজ নতুন-পুরাতন অপ্রকাশিত প্রেম আর জরুরি আলাপনও শতশত। 
নিশ্চুপে চুরি হয়ে যায় ছোটো বড়ো সকল মোহিনী ক্ষণ;
স্বপ্নরিক্ত শ্বাসগুলো ছুঁয়ে নেয় গোপন এক মুগ্ধ সৃষ্টিভাষার ব্যাকরণ। 
নির্ভুল বদলে যেখানে থিতু করে দ্যায় অচেনা এক ছায়া মোহিনীর স্নিগ্ধ শীতল আভরণ। 
মৃত ডাকঘরের অভিশাপে কাঁদে সময়ের সংখ্যা অগুনতি, বাসি হয় কতো শুদ্ধ প্রেমমালা, বিরহ শীতল কথোপকথনও বিস্তর!
ধূলোর পলেস্তারায় চাপা পড়ে কতশত অক্ষর!
ধ্বংসের কারুকাজে তবুও বয়ে চলে নিরীহ সংলাপ নিরন্তর --
গতিময় অস্থিরতায় কাঁদে চারপাশ। 

এতো কিছুর পরেও,
ভালো আছি আমি, ভালো আছি আমরা।
শুধু ভালো নেই হেলাছোঁয়া ডাকঘরের শূন্য মৃত কামরা।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ