শারদ সংখ্যা ২০২০ || কবিতা || গোবিন্দ মোদক




পোস্ট বার দেখা হয়েছে


আহা ! এমন যদি হতো !
  গোবিন্দ মোদক 

হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায় কাক ডাকা সেই ভোরে,
শুনতে পাই কারা যেন গান গায় খুব জোরে !
তাকিয়ে দেখি রাস্তা দিয়ে চলছে প্রভাত-ফেরী, 
সঙ্গে বাজছে কাড়া-নাকাড়া, তুর্য, রণ-ভেরী !
বিজয় মিছিল চলছে দেখি দুগ্গা মাকে নিয়ে, 
নাচছে লোকে স্যানিটাইজার, মাস্ক-টা ফেলে দিয়ে !
মুখে মাস্ক, গলায় স্টেথো, মা করুণায় ভরপুর, 
পায়ের কাছে ভ্যাকসিন-বিদ্ধ ভীষণ করোনাসুর !
কার্তিক-গণেশ-লক্ষ্মী-সরস্বতী রেখেছে তাকে ধরে, 
সূঁচ-বিদ্ধ করোনাসুর কি-ই বা আর করে !
মহানন্দে সবাই লাফায়, লাফায় বুড়ো-বুড়ি,
শ্লোগান দিয়ে হাততালি দেয়, দেয় যে হাতে তুড়ি ! 
ছোটোরা গান গেয়ে ছোটে --- "বাঁধ ভেঙে দাও..." 
আমায় ডেকে বলে, --- কাকু, তুমিও সঙ্গে গাও !
আমিও অমনি ওদের সঙ্গে গেয়ে উঠি গান, 
খেয়াল করি কে যেন খুব মুলছে আমার কান !
চোখটি মেলে দেখি মা,  দিচ্ছে খুব কানমলা,
বলছে, ওরে! ওঠ রে এবার, হলো অনেক বেলা !
আহা !! এমন স্বপ্ন যদি ----- সত্যি হতো ভাই , 
রাজি আমি খেতে এমন হাজার কানমলা-ই !! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ