শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বৈজয়ন্ত রাহা




পোস্ট বার দেখা হয়েছে


অরণ্যমন 
 বৈজয়ন্ত রাহা

তোমার ভিতর থেকে পথখানি এঁকেবেঁকে চলে যায়, 
নিঃস্ব স্বর ডেকে ওঠে ডাহুকের মতো,  
সজনের বনে ভাসে  অপরাহ্ন ঘুম, 
মেঘেদের ঘরবাড়ি ভেঙে পড়ে  পড়ন্ত সন্ন্যাসে, 
তাচ্ছিল্যের মতো বালিকার মিথ্যে শব্দ নেমে আসে তোমার পাড়ায়, 
সেখানে এখন পুজো,
 অঞ্জলি নাম নিয়ে ভেসে যায় ফুলের সৌরভ,  
এখনও মন্ত্রে মন্ত্রে জেগে ওঠে নদীর শৈশব,  

অপরাধ শিরোনামে হেঁটে যাই আমি, 
পথ নয়, ঘরের ভিতর থেকে অন্য এক ঘরে, 
স্থবির অরণ্য জানে জল এক আয়নার নাম...

শরতেরা আসে আর যায় কবিতা খাতায়...

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. আহা মনটা শিউলি সুবাসে ভরে গেলো।

    উত্তরমুছুন
  2. অসাধারণ লেখা

    শুভ শারদীয়ার অন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন
  3. অপূর্ব এই প্রকাশ , ছোট্ট পরিসরে , আপন অনুভূতির সুন্দর বিস্তারে এ যেন নির্বাচিত শব্দ নিয়ে এক কবির সাবলীল নির্মাণ। এমন কবিতা পাঠককে আবার পড়তে বাধ্য করে।

    উত্তরমুছুন
  4. অপূর্ব এই প্রকাশ , ছোট্ট পরিসরে , আপন অনুভূতির সুন্দর বিস্তারে এ যেন নির্বাচিত শব্দ নিয়ে এক কবির সাবলীল নির্মাণ। এমন কবিতা পাঠককে আবার পড়তে বাধ্য করে।

    উত্তরমুছুন